শুরু হয়েছে কপ-৩০ সম্মেলন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
শুরু হয়েছে কপ-৩০ সম্মেলন
কপ-৩০ সম্মেলন। ছবি: রয়টার্স

জাতিসংঘের জলবায়ু-সংক্রান্ত ৩০তম সম্মেলন ‘কপ-৩০’ শুরু হয়েছে ব্রাজিলে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু ঝুঁকিতে বিপর্যস্ত পৃথিবী রক্ষায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল প্রতীকী হিসেবে বনভূমির গুরুত্ব তুলে ধরতে আমাজন শহর বেলেমে কপ-৩০ আয়োজন করেছে। এবারের সম্মেলন দুই সপ্তাহ ব্যাপী হবে।

সম্মেলনের প্রথম সপ্তাহে, বিভিন্ন দেশের আলোচকরা অগ্রাধিকার যুক্ত বিষয়গুলো তুলে ধরবেন। পরবর্তীতে দেশগুলো তাদের অবস্থান মূল্যায়ন করবেন। এরপর গৃহীত সিদ্ধান্ত থেকে দেশ ও সংস্থাগুলো বিভিন্ন প্রকল্পের জন্য কর্মপরিকল্পনা ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি ঘোষণা করবে।

দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন দেশের মন্ত্রীরা আলোচকদের সঙ্গে যুক্ত হবেন। পরবর্তীতে আইনি ও প্রযুক্তিগত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশগুলো।

জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে কপ ২৮ -এর অঙ্গীকার বাস্তবায়ন করা এবারের লক্ষ্যের একটি অংশ।

সম্পর্কিত