চরচা ডেস্ক

জাতিসংঘের জলবায়ু-সংক্রান্ত ৩০তম সম্মেলন ‘কপ-৩০’ শুরু হয়েছে ব্রাজিলে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু ঝুঁকিতে বিপর্যস্ত পৃথিবী রক্ষায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল প্রতীকী হিসেবে বনভূমির গুরুত্ব তুলে ধরতে আমাজন শহর বেলেমে কপ-৩০ আয়োজন করেছে। এবারের সম্মেলন দুই সপ্তাহ ব্যাপী হবে।
সম্মেলনের প্রথম সপ্তাহে, বিভিন্ন দেশের আলোচকরা অগ্রাধিকার যুক্ত বিষয়গুলো তুলে ধরবেন। পরবর্তীতে দেশগুলো তাদের অবস্থান মূল্যায়ন করবেন। এরপর গৃহীত সিদ্ধান্ত থেকে দেশ ও সংস্থাগুলো বিভিন্ন প্রকল্পের জন্য কর্মপরিকল্পনা ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি ঘোষণা করবে।
দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন দেশের মন্ত্রীরা আলোচকদের সঙ্গে যুক্ত হবেন। পরবর্তীতে আইনি ও প্রযুক্তিগত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশগুলো।
জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে কপ ২৮ -এর অঙ্গীকার বাস্তবায়ন করা এবারের লক্ষ্যের একটি অংশ।

জাতিসংঘের জলবায়ু-সংক্রান্ত ৩০তম সম্মেলন ‘কপ-৩০’ শুরু হয়েছে ব্রাজিলে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু ঝুঁকিতে বিপর্যস্ত পৃথিবী রক্ষায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল প্রতীকী হিসেবে বনভূমির গুরুত্ব তুলে ধরতে আমাজন শহর বেলেমে কপ-৩০ আয়োজন করেছে। এবারের সম্মেলন দুই সপ্তাহ ব্যাপী হবে।
সম্মেলনের প্রথম সপ্তাহে, বিভিন্ন দেশের আলোচকরা অগ্রাধিকার যুক্ত বিষয়গুলো তুলে ধরবেন। পরবর্তীতে দেশগুলো তাদের অবস্থান মূল্যায়ন করবেন। এরপর গৃহীত সিদ্ধান্ত থেকে দেশ ও সংস্থাগুলো বিভিন্ন প্রকল্পের জন্য কর্মপরিকল্পনা ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি ঘোষণা করবে।
দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন দেশের মন্ত্রীরা আলোচকদের সঙ্গে যুক্ত হবেন। পরবর্তীতে আইনি ও প্রযুক্তিগত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশগুলো।
জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে কপ ২৮ -এর অঙ্গীকার বাস্তবায়ন করা এবারের লক্ষ্যের একটি অংশ।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।