চরচা ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের একটি বিশেষজ্ঞ দল। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে তারা বৈঠক করেন।
আট সদস্যের বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন ফার্স্ট ডিগ্রি চিফ সুপারিনটেনডেন্ট ওইকুন ইলগুন। বৈঠকে অগ্নিকাণ্ডের তদন্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশের তদন্ত কাজে সব ধরনের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তুরস্কের এই সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই সহযোগিতা দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে এবং তদন্তের কাজ দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবে।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের একটি বিশেষজ্ঞ দল। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে তারা বৈঠক করেন।
আট সদস্যের বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন ফার্স্ট ডিগ্রি চিফ সুপারিনটেনডেন্ট ওইকুন ইলগুন। বৈঠকে অগ্নিকাণ্ডের তদন্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশের তদন্ত কাজে সব ধরনের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তুরস্কের এই সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই সহযোগিতা দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে এবং তদন্তের কাজ দ্রুত এগিয়ে নিতে সাহায্য করবে।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

১৯৯১ সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।পাশাপাশি বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে এবং উত্তরণের জন্য রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার।