বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

এ বছরই তৃতীয় বিশ্বযুদ্ধ, আসছে এলিয়েন!

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
এ বছরই তৃতীয় বিশ্বযুদ্ধ, আসছে এলিয়েন!
প্রতীকী ছবি

বিশ্বজুড়ে আবারও আলোচনায় বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা। অনুসারীদের বিশ্বাস অনুযায়ী, এ বছরই পৃথিবীর বায়ুমণ্ডলে একটি বিশাল ভিনগ্রহের মহাকাশযানের প্রবেশ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার পূর্বাভাস দিয়েছিলেন তিনি ।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের নভেম্বরে মানবজাতির ইতিহাসে প্রথমবারের মতো ভিনগ্রহের প্রাণীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ ঘটতে পারে। তিনি ধারণা করেছিলেন, একটি বিশাল আকারের এলিয়েন মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। তবে সেই আগমনের উদ্দেশ্য কী হবে, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।

১৯৯৬ সালে মৃত্যুবরণ করা বাবা ভাঙ্গা জীবদ্দশায় বহু পূর্বাভাস দেওয়ার জন্য পরিচিত ছিলেন। তার অনুসারীদের দাবি, তিনি ৯/১১ হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং কোভিড-১৯ মহামারির মতো ঘটনাও আগেই আঁচ করেছিলেন। সেই ধারাবাহিকতায় তার ২০২৬ সালের ভবিষ্যদ্বাণী ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে।

একই সঙ্গে তার সবচেয়ে আতঙ্কিত ভবিষ্যদ্বাণীর একটি, ২০২৬ সালেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় চীন-তাইওয়ান উত্তেজনা, রাশিয়া-আমেরিকা সংঘাত এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই পূর্বাভাস নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

তবে বাবা ভাঙ্গা এটাও বলেছিলেন, ২০২৬ সালের এই যুদ্ধ মানবজাতির শেষ অধ্যায় হবে না। তার মতে, পৃথিবীর চূড়ান্ত অবসান ঘটবে আরও অনেক পরে–৫০৭৯ সালে। এর আগে প্রযুক্তি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ভারসাম্য হারিয়ে বিশ্ব এক ধরনের সংকটময় পর্যায়ে পৌছাবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন।

বাবা ভাঙ্গার দীর্ঘমেয়াদি ভবিষ্যদ্বাণীর তালিকায় রয়েছে, ২০২৮ সালে মানুষ ভেনাস গ্রহে শক্তির উৎস অনুসন্ধান শুরু করবে, ২০৩৩ সালে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে এবং ৩০০৫ সালে মঙ্গলের একটি সভ্যতার সঙ্গে পৃথিবীর যুদ্ধ হবে।

বাবা ভাঙ্গার সব ভবিষ্যদ্বাণী যে সঠিক ছিল, তা নয়। অতীতে তার কিছু পূর্বাভাস ভুলও প্রমাণিত হয়েছে। যেমন, আমেরিকার শেষ প্রেসিডেন্ট হবেন বারাক ওবামা, ২০১০ সালেই বিশ্বযুদ্ধ শুরু হবে-এই দাবিগুলোর কোনোটি বাস্তব হয়নি। তবুও এই ভবিষ্যদ্বক্তার কথাবার্তা আজও মানুষের আগ্রহের কেন্দ্রে।

সম্পর্কিত