খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের স্পিকার

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের স্পিকার
ছবি: ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিক।

আজ বুধবার ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে সরদার আয়াজ সাদিক ঢাকা সফর করছেন।

এ ছাড়া খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের প্রতিনিধিরাও একে একে আসছেন।

এদিকে, খালেদা জিয়ার শেষ যাত্রার প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তরের মানুষ এসে বুধবার ভোর থেকেই জড়ো হচ্ছেন সংসদ ভবন এলাকায়। খালেদা জিয়ার মরদেহ এখন সংসদ ভবন এলাকায় রয়েছে।

সম্পর্কিত