শনিবার চবিতে ভর্তি পরীক্ষা, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

শনিবার চবিতে ভর্তি পরীক্ষা, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: চরচা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন ভাটিয়ারী–হাটহাজারী লিংক রোড সাময়িকভাবে বন্ধ থাকায় আগামী শনিবার বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ।

প্রক্টর জানান, বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) আয়োজিত ‘ভাটিয়ারী ইন্টারন্যাশনাল ম্যারাথন’ উপলক্ষে ওই দিন ভাটিয়ারী–হাটহাজারী লিংক রোডে যান চলাচল বন্ধ থাকবে। এ কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রক্টর আরও জানান, ভর্তি পরীক্ষাকে ঘিরে ক্যাম্পাস ও আশপাশে ২২০ সদস্যের নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। এ ছাড়া পরীক্ষার্থীদের সহায়তায় ৬টি ইনফরমেশন সেন্টার, ২টি মেডিকেল ক্যাম্প ও চাকসুর উদ্যোগে ৬টি বিশ্রামাগার খোলা থাকবে।

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রায় ২৫ জন গোয়েন্দা সদস্য দায়িত্ব পালন করবেন। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি গাড়িও সার্বক্ষণিক টহলে থাকবে।

সড়ক ব্যবস্থাপনার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প রুটগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে ১৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬৫ জন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে। তাদের সঙ্গে রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যরাও সহযোগিতা করবে।

পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি উপ-ইউনিটের মধ্যে ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ ও ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

সম্পর্কিত