ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার ৯ আসামি কারাগারে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার ৯ আসামি কারাগারে
দ্য ডেইলি স্টার ভবনে হামলা। ছবি: চরচা

রাজধানীর কারওয়ান বাজারে ‘দ্য ডেইলি স্টার’-এর কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এই আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে একদল হামলাকারী উসকানিমূলক স্লোগান দিয়ে ডেইলি স্টার ভবনে প্রবেশ করে। এ সময় তারা প্রতিষ্ঠানের কর্মীদের ওপর শারীরিকভাবে আক্রমণ করে। তারা নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম লুট করাসহ ভবনের একাধিক তলায় আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সিসিটিভিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নষ্ট করে ফেলে।

অভিযোগে আরও বলা হয়, এতে পাঁচ কোটি টাকা মূল্যের ২০০টির বেশি ইলেকট্রনিক ডিভাইস এবং ৩৫ লাখ টাকা অর্থ লুট করা হয়। এতে সব মিলিয়ে প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় ৩০ কর্মীকে উদ্ধার করা হয়।

ওই ঘটনায় গত ২২ ডিসেম্বর ডেইলি স্টারের হেড অব অপারেশন মো. মিজানুর রহমান বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন। এতে ৩৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মো. আশিক ইকবাল তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিরা হলেন রাজশাহীর মোহাম্মদ মাইনুল ইসলাম, ঢাকার জুলফিকার আলী সৌরভ, ময়মনসিংহর মো. আলমাস আলী, নোয়াখালীর জুবায়ের হোসাইন, সিলেটের আয়নুল হক কাশেমী, নোয়াখালীর আব্দুল রহমান পলাশ, রংপুরের মো. জান্নাতুল নাঈম, শরীয়তপুরের ক্বারী মুয়াজবীন আ. রহমান ও চাঁদপুরের মো. ফয়সাল আহমেদ।

এ সময় আসামি কাশেম, জুবায়ের, ফয়সাল ও জুলফিকারের পক্ষে তাদের আইনজীবীরা জামিনের চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পর্কিত