চরচা ডেস্ক

রাজধানীর বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস নামের একটি ট্রেন থেকে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী।
আজ রোববার একটি বিশেষ অভিযানে এই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটিতে, ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২.৩৮ কেজি গান পাউডার ও ২.২৮ কেজি প্লাস্টিক বিস্ফোরক পাওয়া যায়।
ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়েছে। কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযানটি সফলভাবে শেষ হয়। উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস নামের একটি ট্রেন থেকে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী।
আজ রোববার একটি বিশেষ অভিযানে এই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটিতে, ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২.৩৮ কেজি গান পাউডার ও ২.২৮ কেজি প্লাস্টিক বিস্ফোরক পাওয়া যায়।
ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়েছে। কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযানটি সফলভাবে শেষ হয়। উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।