শেখ হাসিনাসহ ১২ জনের দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
শেখ হাসিনাসহ ১২ জনের দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ
শেখ হাসিনা। ছবি: এআই দিয়ে তৈরি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা সরকারি জমি ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ ঘোষণা করেছেন আদালত।

বাসস জানিয়েছে, সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ তদন্তকারী কর্মকর্তার জেরা শেষ হওয়ায় আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৭ নভেম্বর ধার্য করা হয়। এই মামলায় ২৯ জন আদালতে সাক্ষ্য দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি জানান, গত ১৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের পরিচালক সালাহউদ্দিন।

তদন্ত শেষে গত মার্চে ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

সম্পর্কিত