গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট বন্দী

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট বন্দী
গিনিবিসাউয়ে সামরিক অভ্যুথান। ছবি: রয়টার্স

আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান হয়েছে বলে জানিয়েছে দেশটির একদল সেনা কর্মকর্তা। তারা দেশের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার দাবি করেছে। এর ঠিক একদিন আগে প্রেসিডেন্ট নির্বাচনে দুজন শীর্ষ প্রার্থী নিজ নিজ বিজয়ের ঘোষণা দেন।

রয়টার্স জানায়, দিয়াস, বর্তমান প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো এবং সাবেক প্রধানমন্ত্রী ডোমিঙ্গোস সিমোয়েস পেরেইরাকে চিফ অব স্টাফের কার্যালয়ে আটক রাখা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সেনাবাহিনীর মুখপাত্র দিনিজ এন’চামা পাঠ করা এক বিবৃতিতে জানানো হয়, তারা এমবালোকে ক্ষমতাচ্যুত করেছেন, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করেছেন। এরইমধ্যে গিনি বিসাউয়ের সীমান্ত বন্ধ করা হয়েছে। দেশটিতে কারফিউ জারি করা হবে বলেও জানিয়েছে গিনি বিসাউয়ের সেনাবাহিনী।

গত রোববার গিনি বিসাউয়ে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা ছিল। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রেসিডেন্ট উমারো সিসোকো এম্বালো এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস।

৪৭ বছর বয়সী ফার্নান্দো দিয়াস দা কোস্তা পেশায় আইনজীবী। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও গিনিবিসাউয়ের পরিস্থিতি ‘গভীর উদ্বেগের সাথে’ পর্যবেক্ষণ করছেন বলে জানান মুখপাত্র স্তেফান দ্যুজারিক। তিনি বলেন, মহাসচিব দেশের সব পক্ষকে সংযম দেখাতে এবং আইনের শাসন মেনে চলতে আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত