বক্তব্য ভুলভাবে সম্পাদনা: বিবিসির বিরুদ্ধে মামলা করবেন ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বক্তব্য ভুলভাবে সম্পাদনা: বিবিসির বিরুদ্ধে মামলা করবেন ট্রাম্প
ছবি: রয়টার্স

এবার প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে তিনি বিবিসির বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবেন।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা সম্ভবত আগামী সপ্তাহের যেকোনো সময় তাদের বিরুদ্ধে ১ বিলিয়ন থেকে ৫ বিলিয়ন ডলারের মামলা করব।” তিনি বলেন, “আমার মনে হয় আমাকে এটা করতেই হবে। তারা প্রতারণা করেছে। তারা আমার মুখ থেকে বেরিয়ে আসা কথাগুলো বদলে দিয়েছে।”

এই বিতর্কের জেরে গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা বিভাগের প্রধান নির্বাহী ডেবোরা টারনেস পদত্যাগ করেন।

বিবিসির অভ্যন্তরীণ এক হুইসেলব্লোয়ারের বরাত দিয়ে গত ৩ নভেম্বরের প্রতিবেদনে টেলিগ্রাফ জানায়, বিবিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ এমনভাবে সম্পাদনা করেছিল, যাতে মনে হয় তিনি ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানি দিচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-এ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে প্রচারিত প্যানোরামা অনুষ্ঠানে ট্রাম্পকে এমনভাবে দেখানো হয় যেন তিনি সমর্থকদের উদ্দেশে বলছেন, ‘আমরা ক্যাপিটলে যাব এবং শেষ পর্যন্ত লড়ব।’ অথচ প্রকৃত ভাষণে তিনি বলেন, ‘আমরা ক্যাপিটলে যাব, শান্তিপূর্ণভাবে ও দেশপ্রেমিকের মতো আমাদের কণ্ঠস্বর পৌঁছে দিতে।’

সম্পর্কিত