চরচা প্রতিবেদক

দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মধ্যে পাঁচ বছর মেয়াদী সমঝোতা চুক্তি সই হয়েছে।
আজ বুধবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়।
পরে সাংবাদিকদের দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন জানান, দুর্নীতি প্রতিরোধে সংযোগ কার্যক্রমকে অধিক বেগবান ও গতিশীল করার লক্ষ্যে সমঝোতা স্বাক্ষর।
এসময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান ছয়টি দুর্নীতির মামলার প্রসঙ্গে দুদক চেয়ারম্যান জানান, শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ছয় মামলা আদালতে চলমান রয়েছে। কিছু মামলার রায় আগামী নভেম্বর মাসে হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।
টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদককে আমরা ওয়াচডগ হিসেবে সহযোগিতা করছি। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুর্নীতির ধরনও পাল্টাচ্ছে। সেই অনুযায়ী কাজ করতে হবে।
দুদক সংস্কারের বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে সবল দল মোটামুটি একমত। এখন রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানুষিকতার পরিবর্তন হলে স্বাধীন হবে দুদক বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান।

দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মধ্যে পাঁচ বছর মেয়াদী সমঝোতা চুক্তি সই হয়েছে।
আজ বুধবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়।
পরে সাংবাদিকদের দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন জানান, দুর্নীতি প্রতিরোধে সংযোগ কার্যক্রমকে অধিক বেগবান ও গতিশীল করার লক্ষ্যে সমঝোতা স্বাক্ষর।
এসময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান ছয়টি দুর্নীতির মামলার প্রসঙ্গে দুদক চেয়ারম্যান জানান, শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ছয় মামলা আদালতে চলমান রয়েছে। কিছু মামলার রায় আগামী নভেম্বর মাসে হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।
টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদককে আমরা ওয়াচডগ হিসেবে সহযোগিতা করছি। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুর্নীতির ধরনও পাল্টাচ্ছে। সেই অনুযায়ী কাজ করতে হবে।
দুদক সংস্কারের বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে সবল দল মোটামুটি একমত। এখন রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানুষিকতার পরিবর্তন হলে স্বাধীন হবে দুদক বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।