৮৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে এলডিপি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
৮৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে এলডিপি
এলডিপি জাতীয় নির্বাচনে ৮৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৮৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।

আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান অলি আহমেদ প্রার্থীদের পরিচয় তুলে ধরেন।

তিনি জানান, প্রার্থীদের মনোনয়নের বিষয়ে দলের মহাসচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রার্থী বণ্টনের বিষয়টি চূড়ান্ত করবে।

অলি আহমেদ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার বাহিনী দেশকে অস্থিতিশীল করার কাজ করছে এবং সাম্প্রতিক অগ্নিকাণ্ডের মতো ঘটনায় তাদের যোগসাজশ রয়েছে”।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সঠিক বিচার এবং দেশকে রক্ষার জন্য জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত