নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু
নিউইয়র্ক, ভার্জিনিয়া ও নিউজার্সিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ছবি: রয়টার্স

নিউইয়র্কে শুরু হয়েছে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ। নিউইয়র্ক, ভার্জিনিয়া ও নিউজার্সিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়ার ভোটকেন্দ্রগুলোও খোলা হয়েছে। যদিও এটি অফ ইয়ার নির্বাচন, অর্থাৎ এবার কোনো প্রেসিডেন্ট বা কংগ্রেস সদস্যের ভোট নেই। তবু এই নির্বাচনের ফলাফল আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন। এখানে লড়াই হচ্ছে তরুণ প্রগতিশীল ডেমোক্র্যাট জোহরান মামদানি ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা অ্যান্ড্রু কুয়োমোর মধ্যে। ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মামদানি গত গ্রীষ্মে অনুষ্ঠিত দলীয় প্রাইমারি নির্বাচনে কুয়োমোকে হারিয়ে সবাইকে চমকে দেন। সেই জয় তাকে জাতীয় আলোচনায় নিয়ে আসে। এখন তিনি নিউইয়র্কের ইতিহাসে সবচেয়ে কমবয়সী ও প্রথম মুসলিম মেয়র হওয়ার পথে প্রতিদ্বন্দ্বিতা করছে।

যদিও সর্বশেষ জরিপে মামদানীর এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে, কুয়োমো তার অভিজ্ঞতা দিয়ে ভোটারদের মন ঘোরানোর চেষ্টা করছেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এখনো প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, যদিও দলীয় নেতারা তাকে সরে দাঁড়াতে বলেছিলেন।

পুরো নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাব স্পষ্ট। তিনি কুয়োমো ও সিয়াটারেল্লিকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন এবং মামদানি জিতলে নিউইয়র্কের তহবিল কমানোর হুমকি দিয়েছেন।

সম্পর্কিত