এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার
নতুন প্রজ্ঞাপন আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (এমপিওভুক্ত) শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করেছে সরকার।অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এখন থেকে তারা মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন, তবে এই হার কোনোভাবেই সর্বনিম্ন ২,০০০ টাকার কম হবে না।

আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই সম্মতি দিয়েছে এবং নতুন আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

অর্থবিভাগ এ ব্যাপারে বেশ কিছু শর্ত আরোপ করেছে। যেমন: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এই ভাতা বৃদ্ধির জন্য কোনো বকেয়া পাবেন না। ভাতা প্রদান সংক্রান্ত সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে।ভবিষ্যতে এই ভাতা সংক্রান্ত ব্যয়ে কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে এর জন্য দায়ী থাকতে হবে।

সম্পর্কিত