ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: বাসস

নির্বাচিত সরকারের কাছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘‘আমরা টাকা লুট করিনি, তাই পালানোর বা সেফ এক্সিটের প্রয়োজন নেই।’’

তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণা বর্তমান সরকারের সময়ে বাস্তবায়িত হচ্ছে না। বরং কওমি মাদ্রাসার দাওরা হাদিস সনদপ্রাপ্তদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে ডিও লেটার দেওয়া হয়েছে।

হজ প্রসঙ্গে উপদেষ্টা জানান, ২০২৬ সালের হজের নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে। ১২ অক্টোবর নির্ধারিত সময় পর্যন্ত ১ লাখ ২৭ হাজার জনের মধ্যে নিবন্ধন করেছেন প্রায় ৬০ হাজার মুসল্লি । তিনি আরও জানান, গত কয়েক বছরে সৌদি আরব থেকে ৯৯০ হজ এজেন্সির আটকে থাকা প্রায় ৩৮ কোটি টাকা ফেরত আনা হয়েছে।

সম্পর্কিত