চরচা ডেস্ক

বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে আইএসপিআর। আজ সোমবার সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই- বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতেও বিষয়টি পরিষ্কার করা হয়েছিল। তবুও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে।
সেনাবাহিনী বলেছে, এসব অপপ্রচার নির্বাচনী পরিবেশ নষ্টের অপচেষ্টা ছাড়া কিছু নয়। তারা আশা প্রকাশ করেছে, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং গণতান্ত্রিক চর্চার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে।

বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে আইএসপিআর। আজ সোমবার সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই- বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতেও বিষয়টি পরিষ্কার করা হয়েছিল। তবুও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে।
সেনাবাহিনী বলেছে, এসব অপপ্রচার নির্বাচনী পরিবেশ নষ্টের অপচেষ্টা ছাড়া কিছু নয়। তারা আশা প্রকাশ করেছে, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং গণতান্ত্রিক চর্চার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।