চরচা ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত ক্যান্টনমেন্ট স্কুলগুলোর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর।
আইএসপিআরের বিবৃতিতে জানায়, ২৬ ও ২৭ নভেম্বর সেনাবাহিনীর দ্বারা পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। তিনি শিক্ষা বিস্তারের জন্য প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরও বৃদ্ধিার আহ্বান জানান।

বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত ক্যান্টনমেন্ট স্কুলগুলোর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর।
আইএসপিআরের বিবৃতিতে জানায়, ২৬ ও ২৭ নভেম্বর সেনাবাহিনীর দ্বারা পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। তিনি শিক্ষা বিস্তারের জন্য প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরও বৃদ্ধিার আহ্বান জানান।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।