১৯৭১ সালের ২৫ মার্চ। তখন দিলীপ কুমার দাসের বয়স পাঁচ বছর। সে বয়সেই তিনি সাক্ষী হয়েছেন ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ডের। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ অভিযান চালায়। প্রথম দিকেই তার শিকার হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল।