২০২২ সালে যেখানে চীনের এআই চিপ বাজারে তাদের অংশীদারিত্ব ছিল ৯৫ শতাংশ, এখন তা প্রায় শূন্যে নেমে এসেছে। সংস্থার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং একাধিকবার যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে অনুরোধ করেছেন যেন চিপ বিক্রির অনুমতি পুনরায় দেওয়া হয়।