এক হয়ে নতুন দল গঠনের আলোচনা চলছে গণঅধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে। দুই দলের নেতারা বলছেন, একটি রাজনৈতিক দল গঠনের বিষয়ে একমত হলেও কয়েকটি বিষয়ে এখনও তাদের মধ্যে ঐক্য আসেনি। দলের নাম-প্রতীক কী হবে, পদ-পদবী কে কী পাবে তা নিয়েও চলছে আলোচনা।