বাংলাদেশের মাটিতে কখনোই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। ২০০৩ সালের সাফে গোল্ডেন গোলে হারালেও সেটি ফিফার খাতায় ড্র। সে অর্থে ২৬ বছর আগে ফুটবলে এসেছে ভারতের বিপক্ষে বাংলাদেশের শেষ জয়। এবার হামজা–শমিতরা কি বাংলাদেশের মাটিতে ভারতকে দিতে পারবেন প্রথম হারের স্বাদ?