এবার ১১টি শিক্ষা বোর্ডে গড়ে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ১৯ শতাংশ কম। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ, আর ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৬ জুন থেকে ১৯ আগস্ট পর্যন্ত। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের নিয়ম এবারও অনুসরণ করা হচ্ছে।