প্রকাশ্যে বিচার দেখতে চান হাদির ভাই

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
প্রকাশ্যে বিচার দেখতে চান হাদির ভাই
জানাজার আগে বক্তব্য দেন ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। ছবি: ভিডিও থেকে নেওয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে তার বড় ভাই আবু বকর সিদ্দিক বলেছেন, তিনি প্রকাশ্যে বিচার দেখতে চান।

আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজার আগে তিনি এ কথা বলেন। জানাজার ইমামতিও করেন আবু বকর সিদ্দিক।

ওসমান হাদির রেখে যাওয়া আট মাসের শিশু সন্তানের কথা তুলে ধরে আবু বকর সিদ্দিক বলেন, “এই আট মাসের সন্তানকে তিনি রেখে গেছেন। সন্তানের নামকরণের আগে ওসমান হাদি আমাকে যা বলেছিলেন, সেই স্মৃতি আজ বারবার মনে পড়ছে।”

হাদির বড় ভাই বলেন, “তুমি (হাদি) স্বাধীনতা রক্ষার জন্য এই বাংলাদেশের মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলে, কীভাবে একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হয়।”

আবু বকর সিদ্দিক বলেন, “আজ আট দিন হয়ে গেল। প্রকাশ্য দিবালোকে জুমার জামাজের পর খুনি গুলি করে পার পেয়ে গেল। আমার ভাই হত্যার বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমি দেখতে পাই।”

হাদির বড় ভাই বলেন, “আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে। আপনারা ওর বক্তব্য শুনেছেন, তার টকশো শুনেছেন। ও সব সময়ে শহীদি মৃত্যু কামনা করত। হয়তো আল্লাহ তায়ালা তার সেই শহীদি মন নসিব করে দিয়েছেন।”

আবু বকর সিদ্দিক বলেন, “৭-৮ দিন হয়ে গেল, আমরা শহীদ ওসমান হাদির বিষয়ে কিছু করতে পারলাম নাই। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি। আমরা তার স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করি। ওর সন্তানের বয়স মাত্র ৮ মাস।”

সম্পর্কিত