আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর

বাংলাদেশের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ এক নক্ষত্র হিসেবে পরিচিত ছিলেন খালেদা জিয়া। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

খালেদা জিয়ার মৃত্যুর খবর নিয়ে বেশ গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স, আল জাজিরা, দ্য গার্ডিয়ান, এনডিটিভি, বিবিসিসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। বেশিরভাগ প্রতিবেদনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকে সম্মান জানিয়ে সংবাদ লেখা হয়েছে।

রয়টার্স

বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম- ‘৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া’।

খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ মঙ্গলবার তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই খবর জানিয়েছে।

এতে আরও বলা হয়েছে, ৮০ বছর বয়সী খালেদা জিয়া লিভারের জটিল রোগ সিরোসিসে ভুগছিলেন। এ ছাড়া তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস, বুকে সমস্যা ও হৃদরোগসহ একাধিক শারীরিক জটিলতা ছিল বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

আল জাজিরা

আল জাজিজার সংবাদের শিরোনাম- ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন’

খবরে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার দল ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। সে সময় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগও তাকে দেওয়া হয়নি। পরবর্তীতে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছর খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়।

বিবিসি

বিবিসির সংবাদের শিরোনাম- ‘৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া’।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার পর ৮০ বছর বয়সে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন।

এতে আরও বলা হয়েছে, ১৯৯১ সালে দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিবিসি আরও বলেছে, ২০০১ সালে খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে সাধারণ নির্বাচনের আগে ২০০৬ সালের অক্টোবরে তিনি পদত্যাগ করেন। দুর্নীতির দায়ে ২০১৮ সালে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এনডিটিভি

ভারতীয় সংবাদমাধ্যম এনটিডিটিভির শিরোনাম- ’৮০ বছর বয়সে মারা গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়া’।

খবরে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বয়স হয়েছিল ৮০ বছর।

এনডিটিভি আরও বলেছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অনেকেই আগামী বছরের নির্বাচনে আবারও দেশ পরিচালনার দায়িত্বে ফিরবেন বলে মনে করছিলেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তার বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো কয়েক বছর আগে মালয়েশিয়ায় মারা যান।

সম্পর্কিত