চরচা প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে ছিলেন দলের কাণ্ডারি। নির্বাচনে জিতে যেমন দলীয় সরকার গঠন করেছেন তিনি, তেমনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন একাধিকবার। মৃত্যুর আগ পর্যন্ত কোনো সংসদীয় আসনের নির্বাচনে তিনি হারেননি।
খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত চারটি সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন জেলার ১৮টি সংসদীয় আসন থেকে নির্বাচন করে সবকটিতেই জয়লাভ করেন। ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে নির্বাচন করে সবকটিতে জয়ী হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় পরবর্তী নির্বাচনগুলোতেও খালেদা জিয়ার জয়ের ধারা অব্যাহত থাকে।
২০০১ সালের ১ অক্টোবর বিএনপি জোট ২১৫টি আসন পেয়ে নির্বাচিত হয়েছিল এবং সরকার গঠন করে। সেবারও অংশ নেওয়া সবকটি সংসদীয় আসনে জিতেছিলেন খালেদা জিয়া। সেবার প্রধানমন্ত্রীও হয়েছিলেন তিনি।
দল হারলেও খালেদা জিয়াকে কখনও হারতে হয়নি নির্বাচনে। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে হেরে গিয়েছিল বিএনপি। ২০০৮ সালের নির্বাচনেও বিএনপি পেয়েছিল মাত্র ২৯টি আসন। তবে খালেদা জিয়া সংসদীয় আসনের নির্বাচনে হারেননি। সব মিলিয়ে বিভিন্ন জেলার ১৮টি সংসদীয় আসন থেকে নির্বাচন করে সবকটিতেই জয়লাভ করেছিলেন তিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে ছিলেন দলের কাণ্ডারি। নির্বাচনে জিতে যেমন দলীয় সরকার গঠন করেছেন তিনি, তেমনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন একাধিকবার। মৃত্যুর আগ পর্যন্ত কোনো সংসদীয় আসনের নির্বাচনে তিনি হারেননি।
খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত চারটি সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন জেলার ১৮টি সংসদীয় আসন থেকে নির্বাচন করে সবকটিতেই জয়লাভ করেন। ১৯৯১ সালের নির্বাচনে খালেদা জিয়া পাঁচটি আসনে নির্বাচন করে সবকটিতে জয়ী হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় পরবর্তী নির্বাচনগুলোতেও খালেদা জিয়ার জয়ের ধারা অব্যাহত থাকে।
২০০১ সালের ১ অক্টোবর বিএনপি জোট ২১৫টি আসন পেয়ে নির্বাচিত হয়েছিল এবং সরকার গঠন করে। সেবারও অংশ নেওয়া সবকটি সংসদীয় আসনে জিতেছিলেন খালেদা জিয়া। সেবার প্রধানমন্ত্রীও হয়েছিলেন তিনি।
দল হারলেও খালেদা জিয়াকে কখনও হারতে হয়নি নির্বাচনে। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে হেরে গিয়েছিল বিএনপি। ২০০৮ সালের নির্বাচনেও বিএনপি পেয়েছিল মাত্র ২৯টি আসন। তবে খালেদা জিয়া সংসদীয় আসনের নির্বাচনে হারেননি। সব মিলিয়ে বিভিন্ন জেলার ১৮টি সংসদীয় আসন থেকে নির্বাচন করে সবকটিতেই জয়লাভ করেছিলেন তিনি।