ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে শাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে শাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: চরচা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

আজ শুক্রবার ফোরামের এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় বলা হয়, বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শরীফ ওসমান হাদি। তার মৃত্যুতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম শাবিপ্রবি শাখা গভীর শোক প্রকাশ করছেন।

শোকবার্তায় আরও বলা হয়, আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি । মহান আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন এবং জান্নাতের সর্বোচ্চ স্থানে সম্মানিত করেন ।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

সম্পর্কিত