ঢাকা ব্যাংকে নতুন এমডি ও সিইওর যোগদান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ঢাকা ব্যাংকে নতুন এমডি ও সিইওর যোগদান
ঢাকা ব্যাংক লোগো।

ঢাকা ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওসমান এরশাদ ফয়েজ।

আজ রোববার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন ।

ওসমান এরশাদ ফয়েজ দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ব্যাংকিং খাতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যাংকার। ঢাকা ব্যাংকে যোগদানের আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি-তে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন । এ ছাড়া তিনি সিঙ্গাপুর ভিত্তিক ফিনটেক অ্যাডভাইজরি ফার্ম ‘এশিয়া ফিট’-এর সহ-প্রতিষ্ঠাতা।

এছাড়াও তিনি ৫ বছর সিঙ্গাপুর ক্লিয়ারিং হাউস অ্যাসোসিয়েশনের পরিচালক হিসেবে কাজ করেছেন ।

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার নতুন সিইও-কে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশের ব্যাংকিং খাতের এই গুরুত্বপূর্ণ সময়ে ওসমানের অভিজ্ঞতা এবং প্রযুক্তিভিত্তিক দক্ষতা ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জনে সহায়ক হবে।”

দায়িত্ব গ্রহণ করে ওসমান এরশাদ ফয়েজ বলেন, “ঢাকা ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমার অগ্রাধিকার থাকবে গ্রাহক ও নিয়ন্ত্রক সংস্থার আস্থা আরও সুদৃঢ় করা এবং ব্যাংকের প্ল্যাটফর্ম ও প্রক্রিয়াগুলোকে আধুনিকায়ন করা।”

ওসমান এরশাদ ফয়েজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন । পরবর্তীতে তিনি ইনসেড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন । ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেসে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার কর্মজীবন শুরু হয় ।

প্রযুক্তিগত নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরিতে অবদানের জন্য তিনি ২০২৩ সালে 'ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিট'-এ 'লিজেন্ড' পুরস্কারে ভূষিত হন।

সম্পর্কিত