মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির 'এমটিবি টাউন হল ২০২৬' অনুষ্ঠিত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির 'এমটিবি টাউন হল ২০২৬' অনুষ্ঠিত
'এমটিবি টাউন হল ২০২৬' অনুষ্ঠানে। ছবি: এমটিবির সৌজন্যে

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘ট্রাস্ট রিবিল্ট, ফিউচার রিডিফাইন্ড’ প্রতিপাদ্যে এমটিবি টাউন হল ২০২৬ আয়োজন সম্পন্ন হয়েছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকার একটি স্থানীয় ভেন্যুতে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা, চলমান চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ লক্ষ্য ও দিকনির্দেশনা তুলে ধরা হয়। বিশেষভাবে গ্রাহকের আস্থা পুনর্গঠনকে এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু হিসেবে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে এমটিবির চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালক মো. আব্দুল মালেক, খাজা নারগীছ হোসেন ও সৈয়দ নাসিম মঞ্জুন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা, বিভিন্ন ডিভিশন ও ডিপার্টমেন্ট প্রধান এবং দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা টাউন হলে অংশ নেন।

চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী বলেন, আস্থা পুনর্গঠন ও তা আরও শক্তিশালী করাই এমটিবির অগ্রযাত্রার মূল ভিত্তি। সততা, শক্তিশালী সুশাসন এবং ধারাবাহিক মানসম্মত গ্রাহকসেবাই পরিবর্তনশীল ব্যাংকিং খাতে এমটিবির দীর্ঘমেয়াদি টেকসই সাফল্যের চাবিকাঠি।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান ২০২৬ সালের জন্য ব্যাংকের কৌশলগত অগ্রাধিকার তুলে ধরে বলেন, গ্রাহককেন্দ্রিক উদ্যোগ, কার্যগত উৎকর্ষতা এবং স্থিতিশীল প্রবৃদ্ধির মাধ্যমে এমটিবি গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদি আস্থা ও টেকসই ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এমটিবি টাউন হল ২০২৬ এমটিবিয়ানদের মধ্যে ঐক্য, অভিন্ন লক্ষ্য ও মূল্যবোধ দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

সম্পর্কিত