চরচা ডেস্ক

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘ট্রাস্ট রিবিল্ট, ফিউচার রিডিফাইন্ড’ প্রতিপাদ্যে এমটিবি টাউন হল ২০২৬ আয়োজন সম্পন্ন হয়েছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকার একটি স্থানীয় ভেন্যুতে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা, চলমান চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ লক্ষ্য ও দিকনির্দেশনা তুলে ধরা হয়। বিশেষভাবে গ্রাহকের আস্থা পুনর্গঠনকে এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু হিসেবে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে এমটিবির চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালক মো. আব্দুল মালেক, খাজা নারগীছ হোসেন ও সৈয়দ নাসিম মঞ্জুন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা, বিভিন্ন ডিভিশন ও ডিপার্টমেন্ট প্রধান এবং দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা টাউন হলে অংশ নেন।
চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী বলেন, আস্থা পুনর্গঠন ও তা আরও শক্তিশালী করাই এমটিবির অগ্রযাত্রার মূল ভিত্তি। সততা, শক্তিশালী সুশাসন এবং ধারাবাহিক মানসম্মত গ্রাহকসেবাই পরিবর্তনশীল ব্যাংকিং খাতে এমটিবির দীর্ঘমেয়াদি টেকসই সাফল্যের চাবিকাঠি।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান ২০২৬ সালের জন্য ব্যাংকের কৌশলগত অগ্রাধিকার তুলে ধরে বলেন, গ্রাহককেন্দ্রিক উদ্যোগ, কার্যগত উৎকর্ষতা এবং স্থিতিশীল প্রবৃদ্ধির মাধ্যমে এমটিবি গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদি আস্থা ও টেকসই ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এমটিবি টাউন হল ২০২৬ এমটিবিয়ানদের মধ্যে ঐক্য, অভিন্ন লক্ষ্য ও মূল্যবোধ দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘ট্রাস্ট রিবিল্ট, ফিউচার রিডিফাইন্ড’ প্রতিপাদ্যে এমটিবি টাউন হল ২০২৬ আয়োজন সম্পন্ন হয়েছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকার একটি স্থানীয় ভেন্যুতে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা, চলমান চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ লক্ষ্য ও দিকনির্দেশনা তুলে ধরা হয়। বিশেষভাবে গ্রাহকের আস্থা পুনর্গঠনকে এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু হিসেবে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে এমটিবির চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালক মো. আব্দুল মালেক, খাজা নারগীছ হোসেন ও সৈয়দ নাসিম মঞ্জুন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা, বিভিন্ন ডিভিশন ও ডিপার্টমেন্ট প্রধান এবং দেশের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা টাউন হলে অংশ নেন।
চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী বলেন, আস্থা পুনর্গঠন ও তা আরও শক্তিশালী করাই এমটিবির অগ্রযাত্রার মূল ভিত্তি। সততা, শক্তিশালী সুশাসন এবং ধারাবাহিক মানসম্মত গ্রাহকসেবাই পরিবর্তনশীল ব্যাংকিং খাতে এমটিবির দীর্ঘমেয়াদি টেকসই সাফল্যের চাবিকাঠি।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান ২০২৬ সালের জন্য ব্যাংকের কৌশলগত অগ্রাধিকার তুলে ধরে বলেন, গ্রাহককেন্দ্রিক উদ্যোগ, কার্যগত উৎকর্ষতা এবং স্থিতিশীল প্রবৃদ্ধির মাধ্যমে এমটিবি গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদি আস্থা ও টেকসই ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এমটিবি টাউন হল ২০২৬ এমটিবিয়ানদের মধ্যে ঐক্য, অভিন্ন লক্ষ্য ও মূল্যবোধ দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।