দেশের বাজারে আকিজ বশির কেবলসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
দেশের বাজারে আকিজ বশির কেবলসের আনুষ্ঠানিক যাত্রা শুরু
আকিজ বশির গ্রুপ।

বাংলাদেশে বৈদ্যুতিক তার ও কেবল শিল্পে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আকিজ বশির গ্রুপের নতুন ব্র্যান্ড ‘আকিজ বশির কেবলস’।

আজ বৃহস্পতিবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়।

আকিজ বশির কেবলস প্রথম দিন থেকেই দেশজুড়ে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। ৩২টি নিজস্ব সেলস সেন্টার এবং ডিলার ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে সারাদেশে এই কেবল সহজলভ্য করা হয়েছে । ব্র্যান্ডটি “কনফিডেন্স উইদিন” ট্যাগলাইন নিয়ে যাত্রা শুরু করেছে।

উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো উন্নত প্রযুক্তিতে নির্মিত ৩-লেয়ার ইনসুলেটেড কেবলস উন্মোচন করা হয়েছে । পিওর কপার (বিশুদ্ধ তামা) দ্বারা তৈরি এই কেবলস সর্বোচ্চ ১০৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহনশীল। যা দেশের বৈদ্যুতিক নিরাপত্তায় একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে । আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের ক্রমবর্ধমান নিরাপত্তা চাহিদা পূরণে এই উদ্ভাবন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে ।

আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম বলেন, “আকিজ বশির গ্রুপের বিশ্বাসযোগ্যতা ও আধুনিক উৎপাদন সক্ষমতার ওপর ভিত্তি করে মানসম্মত বৈদ্যুতিক তার ও পাওয়ার কেবলসের পোর্টফোলিও নিয়ে তারা বাজারে প্রবেশ করেছে।

খুব শিগগিরই এটি বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মো. খোরশেদ আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হেলাল আহমেদ, হেড অব বিজনেস (ক্যাবেল অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

সম্পর্কিত