ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ভয় তত কেটে যাবে: সিইসি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ভয় তত কেটে যাবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: চরচা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা কেটে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তফসিল ঘোষণার পরদিনই গুলিবিদ্ধ হয় ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনা ভোটার ও প্রার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে উল্লেখ করে সিইসি বলেন, “এই ভয় কেটে যাবে ইনশাআল্লাহ। ভোটের দিন যতই ঘনিয়ে আসবে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। আমরা তো কনফিডেন্ট আছি।”

হাদি হত্যাকাণ্ডের পর ভোটের উৎসবে ভাটা পড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, “ভোট উৎসব ইনশাআল্লাহ হবে। এই যে উৎসবের মতো দেখেন, আপনারা কত কত সাংবাদিকেরা এসেছেন, এটা উৎসবের অংশ। ভেতরে দেখেছেন, কী পরিমাণ লোক কাজ করতেছে, মেশিনের মতো কাজ করতেছে। তারা নিজেরাই একটা এনকারেজ ফিল করতেছে এবং আই অ্যাম মোটিভেটেড।”

আইনশৃঙ্খলা নিয়ে ইসির উদ্যোগ সম্পর্কে সিইসি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছে ইসি। সবাই মিলে একটি সুন্দর নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথবাহিনীর কার্যক্রম, আচরণবিধি প্রতিপালন এবং সার্বিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো নিয়ে সভায় আলোচনা হয়।

গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোট এক দিনে হতে যাচ্ছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর তিনদিন পর অর্থাৎ ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি।

সম্পর্কিত