সহিংসতা নিয়ে ফেসবুক পোস্টে রিপোর্ট করার আহ্বান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সহিংসতা নিয়ে ফেসবুক পোস্টে রিপোর্ট করার আহ্বান
ছবি: ফেসবুক

সন্ত্রাস, সহিংসতা বা সহিংসতার আহ্বান সংবলিত যে কোনো সোশ্যাল মিডিয়া কনটেন্ট সরাসরি রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ এক পোস্টে এই আহ্বান জানায় তারা।

এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুক পোস্টে বলেছেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে।

এজেন্সির ফেসবুক পোস্টে বলা হয়, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এখন থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে অভিযোগ গ্রহণ করবে। প্রাপ্ত তথ্য প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রযোজ্য ক্ষেত্রে বিটিআরসির মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিকট রিপোর্ট করা হবে।

উল্লেখ্য, সরকার সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট অপসারণ করতে পারে না। তবে যৌক্তিক ও প্রমাণভিত্তিক কারণে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণের জন্য সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করতে পারে।

নিরাপত্তা এজেন্সি বলছে, সরাসরি সহিংসতা উসকে দেয় বা সহিংসতার আহ্বান জানায়—এমন হেট স্পিচ জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। সোশ্যাল মিডিয়াকে সহিংসতা বা অস্থিরতা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। দেশ ও নাগরিকের জীবন এবং সম্পদের নিরাপত্তা রক্ষায় সচেতন ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।

রিপোর্ট পাঠানোর মাধ্যমসমূহ—

হোয়াটসঅ্যাপ: 01308332592

১। report_betting@ncsa.gov.bd ( অনলাইন জুয়ার সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য )

২। report_misinfo@ncsa.gov.bd ( জাতীয়, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, misinformation/disinformation, rumour সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য )

৩। report_harassment@ncsa.gov.bd ( ফেইক প্রোফাইল, ছবি, অডিও-ভিডিও, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট প্রভৃতির মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হয়রানি বা প্রতারণা সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য )

৪। report_cii@ncsa.gov.bd ( গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো-CII প্রতিষ্ঠানসমূহের সাইবার হামলা সংক্রান্ত সকল অভিযোগ বা অফিশিয়াল যোগাযোগের জন্য )

৫। notify@ncsa.gov.bd (অন্য সকল বিষয়ে দাপ্তরিক যোগাযোগ বা অভিযোগ প্রদানের জন্য)

সম্পর্কিত