চরচা ডেস্ক

‘পুনরুত্থানের বছর’–স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এনআরবি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬। এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডে ব্যাংকটির এই সভা সম্পন্ন হয়।
সম্মেলনে গত ২০২৫ সালের ব্যাংকিং কার্যক্রম ও পারফরম্যান্সের ওপর বিস্তারিত পর্যালোচনা করা হয়। ব্যাংকটি তার ব্যবসায়িক সাফল্য ও চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করে ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
বক্তারা ব্যাংকের সেবার মান উন্নয়ন এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করে ২০২৬ সালকে ব্যাংকের জন্য একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান, নির্বাহী কমিটি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটি চেয়ারম্যান এ কে এম মিজানুর রহমান এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি চেয়ারম্যান শেখ মো. সেলিম।

‘পুনরুত্থানের বছর’–স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এনআরবি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬। এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডে ব্যাংকটির এই সভা সম্পন্ন হয়।
সম্মেলনে গত ২০২৫ সালের ব্যাংকিং কার্যক্রম ও পারফরম্যান্সের ওপর বিস্তারিত পর্যালোচনা করা হয়। ব্যাংকটি তার ব্যবসায়িক সাফল্য ও চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করে ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
বক্তারা ব্যাংকের সেবার মান উন্নয়ন এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করে ২০২৬ সালকে ব্যাংকের জন্য একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান, নির্বাহী কমিটি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটি চেয়ারম্যান এ কে এম মিজানুর রহমান এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি চেয়ারম্যান শেখ মো. সেলিম।