ওসমান হাদির দাফন সম্পন্ন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ওসমান হাদির দাফন সম্পন্ন
ছবি: টেলিভিশন থেকে স্ক্রিনশট নেওয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে।

আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয় হাদিকে।

দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা হয়। জানাজায় ছিল মানুষের ঢল। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানাজায় অংশ নেন।

জানাজার পর হাদির মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। নিজের নির্বাচনী প্রচারে গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। গতকাল শুক্রবার হাদির মরদেহ দেশে আনার পর রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে।

জুলাই আন্দোলনের সময় সক্রিয় ওসমান হাদি আন্দোলন সংগঠনে বড় ভূমিকা পালন করেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। তার বাবা নেছারাবাদ কামিল মাদ্রাসার শিক্ষক, যেখান থেকেই হাদির শিক্ষাজীবন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষে তিনি লেখালিখি ও পরে রাজনীতিতে মনোনিবেশ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিবাহিত। তার সন্তানের বয়স আট বছর। ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট হাদি পেশাগতভাবে ছিলেন শিক্ষক। ইংরেজি কোচিং সেন্টার সাইফুরসের শিক্ষক ছিলেন। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব স্কলার্সেও শিক্ষক ছিলেন তিনি। গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি এ পেশাতেই ছিলেন।

সম্পর্কিত