খালেদা জিয়ার মৃত্যুতে আসকের শোক

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
খালেদা জিয়ার মৃত্যুতে আসকের শোক
ছবি: আসকের শোকবার্তা

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

আজ মঙ্গলবার প্রকাশিত এক শোকবার্তায় খালেদা জিয়ার আত্মার চির শান্তি কামনা করেছে সংগঠনটি। সেই সঙ্গে তার পরিবার-পরিজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও সহানুভূতিশীল সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

শোকবার্তায় আসক বলেছে, একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্বসহ বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ সময়ের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তার রাজনৈতিক জীবন, নেতৃত্বের অভিজ্ঞতা এবং রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান এ দেশের গণতান্ত্রিক অভিযাত্রার নানা বাঁক ও অভিঘাতের সাক্ষ্য বহন করে।

এতে আরও বলা হয়, দেশের রাজনৈতিক ইতিহাসে তার উপস্থিতি কেবল রাষ্ট্র ক্ষমতার পালাবদলের স্মারক নয়; বরং তা এ সমাজের রাজনৈতিক চর্চা, বিতর্ক ও গণতন্ত্রের পথচলার নানা বাস্তবতার প্রতিফলন। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় শাসনব্যবস্থার সঙ্গে তার সম্পৃক্ততা এবং রাজনৈতিক পরিসরে দীর্ঘ ভূমিকা ইতিহাসের বিচারে গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়ে থাকবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। আর এই দলটির দীর্ঘদিনের চেয়ারপারসন ছিলেন খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকাল ৬টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সম্পর্কিত