পুবালী ব্যাংকের এভিসি বিভাগের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পুবালী ব্যাংকের এভিসি বিভাগের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
পূবালী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

পূবালী ব্যাংক পিএলসি-এর অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং বাজার বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আগামী দিনে ব্যাংকিং সেবা আরও আধুনিক ও সহজলভ্য করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, মোহাম্মদ ইশা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমেদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান এবং মোহাম্মদ আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডিসি বিভাগের ডিজিএম ও প্রধান মো. রবিউল আলম।

সভায় ২০২৬ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন কৌশল ও পরিকল্পনা গ্রহণ করা হয়। সম্মেলনে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত