ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু
ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু। ছবি: সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব প্রদান করে।

বার্ষিক সাধারণ সভায় ২০২৬ মেয়াদের জন্য একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, লিয়াকত হোসেইন মোঘল এবং এস. কে. সায়েদুর রহমান। পাশাপাশি ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন ইসমাইল জবিউল্লাহ।

সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লার সভাপতিত্বে এই সভায় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত ট্রাস্টি বোর্ডের সদস্যগণ এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ আহমদ সোবহানী বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করেন।

সভায় নতুন নেতৃত্বের অধীনে গবেষণা ও উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত