চরচা ডেস্ক

ডিএনএর গঠনের সহ-আবিষ্কারক নোবেল জয়ী আমেরিকান বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ৯৭ বছর বয়সী এই বিজ্ঞানীর মৃত্যুর তথ্য জানিয়েছে।
জেমস ওয়াটসন ১৯৫৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে ডিএনএর ডাবল-হেলিক্স বা দ্বি-সর্পিল কাঠামোটি আবিষ্কার করেন।
কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াটসন চলতি সপ্তাহে লং আইল্যান্ডের একটি হসপিস-এ (মৃত্যুপথযাত্রীদের জন্য বিশেষায়িত সেবা কেন্দ্র) মারা যান।
ডিএনএর ডাবল হেলিক্স কাঠামো আবিষ্কারের জন্য ওয়াটসন ১৯৬২ সালে মরিস উইলকিনস ও ক্রিকের সঙ্গে যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।

ডিএনএর গঠনের সহ-আবিষ্কারক নোবেল জয়ী আমেরিকান বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ৯৭ বছর বয়সী এই বিজ্ঞানীর মৃত্যুর তথ্য জানিয়েছে।
জেমস ওয়াটসন ১৯৫৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে ডিএনএর ডাবল-হেলিক্স বা দ্বি-সর্পিল কাঠামোটি আবিষ্কার করেন।
কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াটসন চলতি সপ্তাহে লং আইল্যান্ডের একটি হসপিস-এ (মৃত্যুপথযাত্রীদের জন্য বিশেষায়িত সেবা কেন্দ্র) মারা যান।
ডিএনএর ডাবল হেলিক্স কাঠামো আবিষ্কারের জন্য ওয়াটসন ১৯৬২ সালে মরিস উইলকিনস ও ক্রিকের সঙ্গে যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।