শক্তিশালী পাসপোর্ট সূচক: দুর্বলতায় ৭ নম্বরে বাংলাদেশ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
শক্তিশালী পাসপোর্ট সূচক: দুর্বলতায় ৭ নম্বরে বাংলাদেশ
পাসপোর্ট সূচকে ১ নম্বর অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। প্রতীকী ছবি

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান শততম। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া। এ দুটি দেশের নাগরিকেরা বিশ্বের মাত্র ৩৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।

গতকাল মঙ্গলবার ব্রিটিশ প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ভিত্তিতে কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কয়টি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়।

পাসপোর্ট সূচকে ১ নম্বর অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পেয়ে থাকেন।

এর পরই রয়েছে দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ) ও জাপান (১৮৯ দেশ)। সূচকের সব শেষে রয়েছে আফগানিস্তান।

দেশটি রয়েছে ১০৬তম অবস্থানে। আফগানিস্তানের নাগরিকরা মাত্র ২৪টি দেশে ভিসামুক্ত সুবিধা পান।

পাসপোর্ট সূচকে এবার বড় অবনমন হয়েছে আমেরিকার। হেনলি পাসপোর্ট সূচক চালু হওয়ার দুই দশক পর এবারই প্রথম শীর্ষ ১০ থেকে ছিটকে পড়েছে দেশটি। মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে দেশটি এখন দ্বাদশ অবস্থানে।

সম্পর্কিত