চরচা ডেস্ক

রাশিয়ান সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের চাকরি করার তথ্য পেয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার সেনাবাহিনীতে ৪৪ জন ভারতীয় নিয়োজিত রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এমন তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, “ভারত রাশিয়ান সেনাবাহিনী এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করছে।”
রণধীর জয়সওয়াল আরও জানান, জড়িতদের মুক্তি নিশ্চিত করতে এবং এই ধরনের নিয়োগ বন্ধ করার জন্য রুশ কর্তৃপক্ষের কাছে বিষয়টি উত্থাপন করেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বরে ভারত সফরের কথা রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জোর করে পাঠানো ভারতীয় যুবকদের পরিবার দিল্লিতে বিক্ষোভ করেছে।

রাশিয়ান সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের চাকরি করার তথ্য পেয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার সেনাবাহিনীতে ৪৪ জন ভারতীয় নিয়োজিত রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এমন তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, “ভারত রাশিয়ান সেনাবাহিনী এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করছে।”
রণধীর জয়সওয়াল আরও জানান, জড়িতদের মুক্তি নিশ্চিত করতে এবং এই ধরনের নিয়োগ বন্ধ করার জন্য রুশ কর্তৃপক্ষের কাছে বিষয়টি উত্থাপন করেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বরে ভারত সফরের কথা রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জোর করে পাঠানো ভারতীয় যুবকদের পরিবার দিল্লিতে বিক্ষোভ করেছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।