গত ৩ নির্বাচনে দায়িত্বে থাকারা এবার পদায়ন পাচ্ছে না: প্রেস সচিব

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
গত ৩ নির্বাচনে দায়িত্বে থাকারা এবার পদায়ন পাচ্ছে না: প্রেস সচিব
ছবি: চরচা

আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যক্তিরা আগামী ভোটের সময় দায়িত্ব পাবেন না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার এক বৈঠকের বিষয়ে জানাতে সাংবাদিকদের সামনে আসেন প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, “নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বদলি ও পদায়নের ক্ষেত্রে নিরপেক্ষতা ও দক্ষতা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। কোনো কর্মকর্তা (বিশেষ করে ডিসি, এডিসি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট) গত তিনটি জাতীয় নির্বাচনে (রিটার্নিং অফিসার, পোলিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে) কোনো ভূমিকায় জড়িত থাকলে, তারা এবারের নির্বাচনে পদায়ন পাবেন না। নির্বাচন কমিশন ইতোমধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে।”

তিনি আরও বলেন, “কর্মদক্ষতা, শারীরিক ফিটনেস, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের স্বচ্ছতা এবং পূর্বেকার পোস্টিং ও কোনো নেতিবাচক রিপোর্ট আছে কি না, এসব বিষয় যাচাই করে যোগ্যতম ব্যক্তিকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হবে।”

প্রেস সচিব বলেন, নিজ জেলায় বা শ্বশুরবাড়ি রয়েছে এমন কোনো এলাকায় পদায়ন হবে না। কোনো আত্মীয়স্বজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সেক্ষেত্রেও পদায়নের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে।”

সোশ্যাল মিডিয়া ও অপপ্রচার মোকাবিলার বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনকে বানচাল করার জন্য দেশ-বিদেশ থেকে পরিকল্পিতভাবে ছড়ানো মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ফেক নিউজ (বিশেষ করে এআই-জেনারেটেড ছবি ও ভিডিও) মোকাবিলায় জোর দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “কেন্দ্রীয় পর্যায়ে এবং উপজেলা পর্যন্ত বিস্তৃত সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি এবং ডিসইনফরমেশনের জন্য সেন্ট্রাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আইসিটি ও সংস্কৃতি মন্ত্রণালয়কে খুব দ্রুততার সঙ্গে ফ্যাক্ট চেকিং-এর ব্যবস্থা করার জন্য বলা হয়েছে, যাতে কোনো অপপ্রচার ছড়ানোর সঙ্গে সঙ্গেই তা ঠেকানো যায়।”

তিনি আরও বলেন, “যেহেতু বাংলাদেশে বেশিরভাগ ফেক নিউজ ফেসবুকের মাধ্যমে ছড়ায়, তাই ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আরও নিবিড় আলোচনার জন্য বলা হয়েছে।”

সম্পর্কিত