চরচা ডেস্ক

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিবিদ থাকসিন সিনাওয়াত্রা গোপনে দেশ ছেড়েছেন। গতকাল বৃহস্পতিবার ব্যক্তিগত বিমানে হঠাৎ করেই তিনি দেশ ছাড়েন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ধারণা করা হচ্ছে, শিগগিরই আদালতের রায়ে কারাদণ্ডের আশঙ্কায় তিনি দেশত্যাগ করেছেন। তবে তার গন্তব্য অজানা।
পুলিশ জানিয়েছে, থাকসিনের কাছে আদালতের অনুমতিপত্র ছিল না। তাঁর আইনজীবীও কিছু জানেন না। ৭৬ বছর বয়সী এই নেতা ২০০৬ সালের সামরিক অভ্যুত্থানের পর ১৫ বছর নির্বাসনে ছিলেন। সম্প্রতি তাঁর মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হলেও আদালতের আদেশে পদ হারিয়েছেন। আজ শুক্রবার থাইল্যান্ডের সংসদে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হওয়ার কথা হয়েছে।

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিবিদ থাকসিন সিনাওয়াত্রা গোপনে দেশ ছেড়েছেন। গতকাল বৃহস্পতিবার ব্যক্তিগত বিমানে হঠাৎ করেই তিনি দেশ ছাড়েন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ধারণা করা হচ্ছে, শিগগিরই আদালতের রায়ে কারাদণ্ডের আশঙ্কায় তিনি দেশত্যাগ করেছেন। তবে তার গন্তব্য অজানা।
পুলিশ জানিয়েছে, থাকসিনের কাছে আদালতের অনুমতিপত্র ছিল না। তাঁর আইনজীবীও কিছু জানেন না। ৭৬ বছর বয়সী এই নেতা ২০০৬ সালের সামরিক অভ্যুত্থানের পর ১৫ বছর নির্বাসনে ছিলেন। সম্প্রতি তাঁর মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হলেও আদালতের আদেশে পদ হারিয়েছেন। আজ শুক্রবার থাইল্যান্ডের সংসদে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হওয়ার কথা হয়েছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।