নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ে সোমবার ইসি’র সভা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ে সোমবার ইসি’র সভা
সভায় মাননীয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সভাপতিত্ব করবেন। ছবি: বাসস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) সোমবার এক সভা আয়োজন করতে যাচ্ছে। আগামীকাল সোমবার এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল ২০ অক্টোবর, সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে নির্বাচন ভবনের ৫২০ নম্বর সভাকক্ষে এই মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সভাপতিত্ব করবেন, যেখানে নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন। সভায় মূলত ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখা এবং প্রাসঙ্গিক প্রস্তুতিমূলক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সভায় বিভিন্ন প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত থাকতে পারেন, যাতে মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় ও নিরাপত্তা পরিকল্পনা আরও কার্যকরভাবে চূড়ান্ত করা যায়।

কমিশন এরই মধ্যে জানিয়েছে যে, আগামী সপ্তাহগুলোতে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনি আচরণবিধি প্রয়োগ এবং মনিটরিং ব্যবস্থার বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হতে পারে।

সম্পর্কিত