হাদি হত্যাকাণ্ড: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
হাদি হত্যাকাণ্ড: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে বিক্ষোভ
বরিশালে বিক্ষোভ কর্মসূচি। ছবি: চরচা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্র–জনতা।

আজ শুক্রবার বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে অবস্থান নেয় তারা।

ছাত্রজনতা দুপুরে কেন্দ্রীয় বাসটার্মিনালে জড়ো হয়। এসময় তারা হাদি হত্যায় জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এরপর সেখানে তারা নামাজ আদায় করে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয়। তবে মহাসড়কের যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

এর আগে, ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্র–জনতা নথুল্লাবাদে জড়ো হয়ে মহাসড়কে বিক্ষোভ করেন। এরপর ডিআইজির বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা।

গত ১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিল থানার বিজয়নগর কালভার্ট রোডে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সম্পর্কিত