চরচা ডেস্ক

এ বছর পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী জন ক্লার্ক, মাইকেল ডেভোরেট ও জন মার্টিনিস।আজ মঙ্গলবার নোবেল কমিটি এ ঘোষণা দেয়।
কমিটি জানায়, ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা এই পুরস্কার পেলেন।
এক বিবৃতিতে বলা হয়, এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কোয়ান্টাম প্রযুক্তির পরবর্তী প্রজন্মের বিকাশের পথ উন্মুক্ত করেছে। এর মধ্যে রয়েছে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম কম্পিউটার এবং কোয়ান্টাম সেন্সর।
নোবেলজয়ীরা পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাঁদের মধ্যে এই ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। বর্তমান বাজারে এর মান প্রায় ১২ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা)।
নোবেল পুরস্কার প্রবর্তন করেন আলফ্রেড নোবেল। তিনি ছিলেন সুইডিশ বিজ্ঞানী, ব্যবসায়ী এবং ডাইনামাইটের উদ্ভাবক। ১৯০১ সাল থেকে প্রতি বছর বিজ্ঞান, সাহিত্য ও শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ কিছু সময় ছাড়া প্রতি বছর নিয়মিতভাবে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
প্রথা অনুযায়ী, নোবেল পুরস্কার ঘোষণার সপ্তাহে প্রথমেই দেওয়া হয় চিকিৎসাবিজ্ঞানের নোবেল। এরপর পর্যায়ক্রমে ঘোষণা করা হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে বিজয়ীদের নাম। এই পুরস্কারগুলোকে বিজ্ঞান ও মানবসভ্যতার সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে গণ্য করা হয়।
প্রতি বছর ডিসেম্বরের ১০ তারিখ, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে সুইডেন ও নরওয়েজুড়ে আয়োজিত হয় বর্ণাঢ্য পুরস্কার প্রদান অনুষ্ঠান ও নৈশভোজ।

এ বছর পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী জন ক্লার্ক, মাইকেল ডেভোরেট ও জন মার্টিনিস।আজ মঙ্গলবার নোবেল কমিটি এ ঘোষণা দেয়।
কমিটি জানায়, ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা এই পুরস্কার পেলেন।
এক বিবৃতিতে বলা হয়, এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার কোয়ান্টাম প্রযুক্তির পরবর্তী প্রজন্মের বিকাশের পথ উন্মুক্ত করেছে। এর মধ্যে রয়েছে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম কম্পিউটার এবং কোয়ান্টাম সেন্সর।
নোবেলজয়ীরা পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাঁদের মধ্যে এই ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। বর্তমান বাজারে এর মান প্রায় ১২ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা)।
নোবেল পুরস্কার প্রবর্তন করেন আলফ্রেড নোবেল। তিনি ছিলেন সুইডিশ বিজ্ঞানী, ব্যবসায়ী এবং ডাইনামাইটের উদ্ভাবক। ১৯০১ সাল থেকে প্রতি বছর বিজ্ঞান, সাহিত্য ও শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ কিছু সময় ছাড়া প্রতি বছর নিয়মিতভাবে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
প্রথা অনুযায়ী, নোবেল পুরস্কার ঘোষণার সপ্তাহে প্রথমেই দেওয়া হয় চিকিৎসাবিজ্ঞানের নোবেল। এরপর পর্যায়ক্রমে ঘোষণা করা হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে বিজয়ীদের নাম। এই পুরস্কারগুলোকে বিজ্ঞান ও মানবসভ্যতার সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে গণ্য করা হয়।
প্রতি বছর ডিসেম্বরের ১০ তারিখ, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে সুইডেন ও নরওয়েজুড়ে আয়োজিত হয় বর্ণাঢ্য পুরস্কার প্রদান অনুষ্ঠান ও নৈশভোজ।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।