মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আগামী শুক্রবার হোয়াইট হাউসে নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন।

স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ট্রাম্প লেখেন, “নিউইয়র্ক সিটির কমিউনিস্ট মেয়র জোহরান ‘কওমি’’ মামদানি সাক্ষাৎ চেয়েছেন। আমরা সম্মত হয়েছি যে এই সাক্ষাৎ শুক্রবার, ২১ নভেম্বর ওভাল অফিসে অনুষ্ঠিত হবে। বিস্তারিত পরে জানানো হবে!”

এ মাসের নির্বাচনে জয়ী এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতার সঙ্গে রিপাবলিকান প্রেসিডেন্টের এটি হবে প্রথম বৈঠক।

জোহরান মামদানি
জোহরান মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন, জোহরান মামদানি জিতলে নিউইয়র্ক সিটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। কী ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আচ্ছা, আমি মনে করি এভাবে ভাবতে হবে যে যদি তিনি একজন কমিউনিস্ট হন, তাহলে, জানেনই তো, খুব বেশি কার্যকলাপ থাকবে না। তাই নিউইয়র্কের জন্য যে সব সেতু, টানেল বা নানা ধরনের উন্নয়ন প্রকল্প পরিকল্পনা করা ছিল, সেগুলোর আর প্রয়োজন হবে না বলে আমি মনে করি। আর দেখুন, আমি আশা করি নিউইয়র্ক ভালো করবে। এইটুকুই বলতে পারি। আমি নিউইয়র্ককে ভালোবাসি। নিউইয়র্কেই বড় হয়েছি। নিউইয়র্কেই ভালো করেছি। আর আমি চাই নিউইয়র্ক ভালো থাকুক। এটাই।”

ট্রাম্প নির্বাচনে মামদানির প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে সমর্থন করেছিলেন। অন্যদিকে মামদানি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির কড়া সমালোচনা করে আসছেন।

মামদানি জানিয়েছেন, চলতি সপ্তাহের শুরুর দিকে তার দল হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে বৈঠকের উদ্যোগ নেয়।

ট্রাম্পের পোস্ট বিষয়ে জানতে চাইলে জোহরান মামদানির ট্রানজিশন টিম তাৎক্ষণিক কোনো মন্তব্য জানায়নি।

সম্পর্কিত