ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করে ট্রাম্পের পোস্ট

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করে ট্রাম্পের পোস্ট

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করে একটি ছবি পোস্ট করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন ট্রাম্প।

পোস্ট করা ছবিটি দেখে মনে হচ্ছে তা উইকিপিডিয়ার সম্পাদিত অংশ। সেখানে ২০২৬ সালের জানুয়ারি থেকে ট্রাম্পকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।

ছবিতে ট্রাম্পকে আমেরিকার ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়। তিনি সর্বশেষ ২০ জানুয়ারি ২০২৫ তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন।

মার্কিন বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়ার এক সপ্তাহ পর ট্রাম্প এমন পোস্ট করলেন। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানের সময় ডজনখানেক ভেনেজুয়েলান ও কিউবান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন।

বর্তমানে ভেনেজুয়েলার আইন অনুযায়ী, দেশটির সুপ্রিম ট্রাইব্যুনাল অব জাস্টিস ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করছেন।

সম্পর্কিত