হাদিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য: এনাম মেডিকেলের অধ্যাপককে সাময়িক অব্যাহতি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হাদিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য: এনাম মেডিকেলের অধ্যাপককে সাময়িক অব্যাহতি
এনাম মেডিকেল কলেজ হাসপাতাল লোগো। ছবি: ফেসবুক

সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জেরে চাকরি থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে অধ্যাপক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাজিন আফরোজ শাহকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ হতে কার্যকর হবে বলে জানিয়েছে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।

সম্পর্কিত