চরচা প্রতিবেদক

বরিশালের অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের ৫০০ কর্মচারী ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চাকরিচ্যুতরা।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়ক আটকে বিক্ষোভ শুরু হয়। এতে মহাসড়কের দুই পাশে শতশত যানবাহন আটকে পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
গত ১৭ দিন ধরে নগরীর বগুড়া রোড অবরোধ করে কারখানার সামনে বিক্ষোভ-প্রতীকী অনশন ছাড়াও মালিক, জেলা প্রশাসন ও চাকরীচ্যুতরা ত্রিপাক্ষিক বৈঠকে চাকরিচ্যুতরা কাজ ফিরে পায়নি। কারখানা কর্তৃপক্ষ বলছে, সংশ্লিষ্ট বিভাগ বন্ধ হয়ে যাওয়ায় আইন মেনে কর্মীদের বাদ দেওয়া হয়েছে।
সংহতি প্রকাশ করে এই আন্দোলনে যোগ দেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন এবং বাসদের জেলা সমন্বয়কারী মনীষা চক্রবর্তী।
শ্রমিকরা জানান, ১৫ দিন ধরে চাকরি ফেরত পাওয়ার দাবিতে তারা আন্দোলন করছেন। বুধবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে মালিকপক্ষ, প্রশাসন ও শ্রমিকদের ত্রিপক্ষীয় বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। মালিকপক্ষের অস্পষ্ট অবস্থানের কারণে তারা বাধ্য হয়ে প্রতীকী অনশন শেষে মহাসড়ক অবরোধ করেছেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
বরগুনার যাত্রী আবদুর রহমান বলেন, “ঢাকা থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ মহাসড়ক অবরোধ করে রাখায় প্রচণ্ড রোদের মধ্যে আটকে দুর্ভোগ পোহাচ্ছি।”

বরিশালের অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের ৫০০ কর্মচারী ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চাকরিচ্যুতরা।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়ক আটকে বিক্ষোভ শুরু হয়। এতে মহাসড়কের দুই পাশে শতশত যানবাহন আটকে পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
গত ১৭ দিন ধরে নগরীর বগুড়া রোড অবরোধ করে কারখানার সামনে বিক্ষোভ-প্রতীকী অনশন ছাড়াও মালিক, জেলা প্রশাসন ও চাকরীচ্যুতরা ত্রিপাক্ষিক বৈঠকে চাকরিচ্যুতরা কাজ ফিরে পায়নি। কারখানা কর্তৃপক্ষ বলছে, সংশ্লিষ্ট বিভাগ বন্ধ হয়ে যাওয়ায় আইন মেনে কর্মীদের বাদ দেওয়া হয়েছে।
সংহতি প্রকাশ করে এই আন্দোলনে যোগ দেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন এবং বাসদের জেলা সমন্বয়কারী মনীষা চক্রবর্তী।
শ্রমিকরা জানান, ১৫ দিন ধরে চাকরি ফেরত পাওয়ার দাবিতে তারা আন্দোলন করছেন। বুধবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে মালিকপক্ষ, প্রশাসন ও শ্রমিকদের ত্রিপক্ষীয় বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। মালিকপক্ষের অস্পষ্ট অবস্থানের কারণে তারা বাধ্য হয়ে প্রতীকী অনশন শেষে মহাসড়ক অবরোধ করেছেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
বরগুনার যাত্রী আবদুর রহমান বলেন, “ঢাকা থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ মহাসড়ক অবরোধ করে রাখায় প্রচণ্ড রোদের মধ্যে আটকে দুর্ভোগ পোহাচ্ছি।”

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।