চরচা ডেস্ক

রাজধানীর ডেমরায় দুর্বৃত্তের মারধরে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মোহাম্মদ সাঈদ সিলেটের সুনামগঞ্জের বাসিন্দা। তিনি যাত্রাবাড়ীর বাঁশেরপুল আমিনবাগে পরিবার নিয়ে থাকতেন।
নিহত সাঈদের স্ত্রী রত্না আক্তার জানান, ৩১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ডেমরা রাসেল ব্রিজ এলাকায় তাকে পিটিয়ে জখম করা হয়। পরবর্তীতে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

রাজধানীর ডেমরায় দুর্বৃত্তের মারধরে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মোহাম্মদ সাঈদ সিলেটের সুনামগঞ্জের বাসিন্দা। তিনি যাত্রাবাড়ীর বাঁশেরপুল আমিনবাগে পরিবার নিয়ে থাকতেন।
নিহত সাঈদের স্ত্রী রত্না আক্তার জানান, ৩১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ডেমরা রাসেল ব্রিজ এলাকায় তাকে পিটিয়ে জখম করা হয়। পরবর্তীতে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।