চরচা প্রতিবেদক

ঢাকা জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচটা ছিল হৃদয়ভঙ্গের। মঙ্গলবার হংকং চায়নায় অ্যাওয়ে ম্যাচটা পরিণত হলো আক্ষেপের। এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিকদের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে আক্ষেপ একটাই—তারিক কাজী যদি পেনাল্টিটা না দিতেন! ফাহমিদুল ইসলাম যদি ওই সহজ সুযোগটা কাজে লাগাতে পারতেন।
আক্ষেপের মধ্যেই এশিয়ান কাপ স্বপ্ন মোটামুটি শেষই বলা চলে বাংলাদেশের। ভারতের বিপক্ষে নভেম্বরে ঘরের ম্যাচ আর সিঙ্গাপুরের বিপক্ষে মার্চের অ্যাওয়ে ম্যাচ দুটি হতে যাচ্ছে নিজেদের ভালো দল প্রমাণেই মিশন।
দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে দশ জনের দলে পরিণত হয়েছিল হংকং। মোটামুটি বাগে পাওয়া যাকে বলে। সেই সুযোগে এক গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ রাকিব হোসেনের মাধ্যমে গোলটাই শুধু শোধ করতে পেরেছে। ম্যাচের ৩৩ মিনিটে তারিক কাজীর যে ফাউলে হংকং চায়না পেনাল্টি পেয়েছিল, রাকিবের সমতাসূচক গোলের পর সেই ফাউলটাই হয়ে রইল দীর্ঘশ্বাস!

ঢাকা জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচটা ছিল হৃদয়ভঙ্গের। মঙ্গলবার হংকং চায়নায় অ্যাওয়ে ম্যাচটা পরিণত হলো আক্ষেপের। এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিকদের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে আক্ষেপ একটাই—তারিক কাজী যদি পেনাল্টিটা না দিতেন! ফাহমিদুল ইসলাম যদি ওই সহজ সুযোগটা কাজে লাগাতে পারতেন।
আক্ষেপের মধ্যেই এশিয়ান কাপ স্বপ্ন মোটামুটি শেষই বলা চলে বাংলাদেশের। ভারতের বিপক্ষে নভেম্বরে ঘরের ম্যাচ আর সিঙ্গাপুরের বিপক্ষে মার্চের অ্যাওয়ে ম্যাচ দুটি হতে যাচ্ছে নিজেদের ভালো দল প্রমাণেই মিশন।
দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে দশ জনের দলে পরিণত হয়েছিল হংকং। মোটামুটি বাগে পাওয়া যাকে বলে। সেই সুযোগে এক গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ রাকিব হোসেনের মাধ্যমে গোলটাই শুধু শোধ করতে পেরেছে। ম্যাচের ৩৩ মিনিটে তারিক কাজীর যে ফাউলে হংকং চায়না পেনাল্টি পেয়েছিল, রাকিবের সমতাসূচক গোলের পর সেই ফাউলটাই হয়ে রইল দীর্ঘশ্বাস!

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।